প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / একটি সকাল চাই | স্বাধীন রহমান

একটি সকাল চাই | স্বাধীন রহমান

Good-Morning-Image
আমি একটি সকাল চাই,
পরিশুদ্ধ, স্নিগ্ধ, পবিত্র সকাল
আমি দেখতে চাই সে সকালের আলো,
আমি চাই সে সকাল হোক শুধুই আমার।
সে সকালে আমি ভুলতে চাই সকল পুরাতন, নকল আর বহূরুপিতা!
ভুলতে চাই তাকে, তোমাকে, তোমাদের আর আমার যা কিছু পুরাতন।
স্নিগ্ধ জলের তল থেকে উঠে আসা, আলোর রশ্নি মুছে দিয়ে যাক
আমার সকল পিছুটান, সকল অক্ষমতা।
দয়া কর প্রভু আমায় একটি সকাল দাও, আমায় একবার সুযোগ দাও আমাকে আমার মত গড়তে।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !