প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / অমিয় প্রেম | মনজুরুল ইসলাম

অমিয় প্রেম | মনজুরুল ইসলাম

Falani-Inageফেলানী – ঝুলে
থাকা বাংলাদেশ যেন।
সবুজ জমিনে
ঝুলে থাকা
ফেলানীর টকটকে
পিরহান; নির্মম
কাঁটাতার চিৎকার
 করে বলেে
এখানে প্রীতির
কোন স্থান
একেবারেই নেই
ছিলোনা কোনকালে
কাঁটাতার আর
বুলেটের অন্তর
একই বিষে
একাকার…..।
এপার- ওপার
চিরদিনই বীপরিত,
মিল চাওয়া ভুল …।
লক্ষ্য বছরের
ঘা
ফুল দিয়ে কি হয় ?
অন্ধের সাথে
অন্ধেরই হয় মিল।

স্বত্ব ও দায় লেখকের…

About মো: মনজুরুল ইসলাম