বাঘের বুকের
মাঝ দিয়ে
জেগে ওঠা
এক খন্ড
সবুজ হরিণ
সে আমার স্বপ্নে ঘেরা
ছোট্ট এক দ্বীপ
তাকে আমি বলি – মা ।
সিংহাসনের
বিনিময়ে
চলছে
গোপন বিকিকিনি
ছদ্মবেশী সাধক
মিথ্যুক তুমি
ডাকাতের মিত্র ডাকাত
গোপন শাণিত
অস্ত্র
রক্তাক্ত শাসনে
ভাসিয়েছে
দুঃস্বপ্নের ডিঙ্গি
জেগে ওঠ
বাংলা
কষে ধর
যেন ছিনিয়ে
নিতে না পারে
ঐ কপোট-মিত্র
প্রবঞ্চক
দু’হাত আকড়ে ধরা
সুন্দরী বীথিকারে ।
স্বত্ব ও দায় লেখকের…