দোষ আর ত্রুটি এই হল মোদের খুঁটি
তার উপর বাসা বেধেঁ থাকে ছলচাতুরি
সত্য তাহার কনে খালে লুকোচুরি,
মিথ্যা তারে কহে চলছো কোথা হাটিঁ?
বিশ্বাস তাহার উদম ছাউনি নাই কো কোন বাধাঁ,
ইচ্ছে মত মোদের চোখো ফেলছে শুধু ধাঁধা।
মানুষ তাহার ঘরের বেড়া, দিচ্ছে তাদের আড়াল
সেই মানুষের ঘাঁড়ে বসে করছে তাদের ঘাঁয়েল।
ভুল করে আজ সেই ঘরেতে থাকি মোরা একসাথে,
দেখতে দেখতে দেখা যাক, কি হবে তার সবশেষে।
স্বত্ব ও দায় লেখকের…