বৃষ্টির ফোটা শরীরে পড়লে
লেখাই যায় দু’লাইন
ইলশেগুড়ি অথবা কাকভেঁজা বৃষ্টির কবিতা;
জানালার পার ঘেষে বসে
উদাসী বৃষ্টির পতনে কান পেতে
কয়েক চরণ ভিঁজেও যেতে পারে বর্ষনে।
কিন্তু তুমি যখন ভেঁজ
বৃষ্টির ওই উতলা জলে—
তুমি নিজেই
কবিতা হয়ে যাও,
কি আর লিখি কবিতায়
যখন
ছন্দ, অলংকার, উপমা
সব তুমিই হয়ে যাও।
কবিতা—
এ বড় ঠক জানে
ছল ও জানে
আরও জানে তোমার মত
খামখেয়ালি কত বাহানা,
সময়-অসময় নেই
যখন খুশি ছল-ছুতোয়
এসে জুড়ে বসে
ঠিক তোমার মত।
রাতের শেষ প্রহরের খানিক আগে
অকারণেই যেমন ঘুম ভাঙাও তুমি।
স্বত্ব ও দায় লেখকের…