প্রচ্ছদ / কচিকাঁচা / হাসির খোঁজে | সুরাইয়া হেনা

হাসির খোঁজে | সুরাইয়া হেনা

images-Khoj
গিয়াছিলাম খুঁজিতে ঐ পাহাড়চূড়ায়
গিয়াছিলাম নদীর বাঁকে,
চক্ষু বুলায়েছি শিমুল ডালে
কৃষ্ণচূড়ার ফাঁকে।

এক পাড় ভাঙ্গিয়া অন্যপাড় গড়া
পদ্মানদীর চড়ে!
গিয়াছিলাম খুঁজিতে, নয় আমার লাগি
শুধুই তাহার তরে।

সাঁঝে মেলায় গিয়া দু’পয়সা দিয়া
কিনিলাম পাতার বাঁশি,
বাঁশির সুরে আসিলো ফিরিয়া
তাহার হারানো এক টুকরা হাসি।

স্বত্ব ও দায় লেখকের…

About সুরাইয়া হেনা