বাংলাদেশের বুকচিরে একটি শব্দ ‘দুর্নীতি‘ চলছে দুর্দম গতিতে ।
কে ধরে তার লাগাম টেনে,
এ দুঃসাহস কার ?
ঠিক তখনই কিছু তরুন হাত জাগিয়ে বলে ‘ইয়েস’ !
কাঁচায় বন্ধি পাখির মত দেশটাকে, যারা বন্ধি করেছে তাদের দুর্নীতির জালে ।
সেই জাল ছিন্ন করতে আজ এগিয়ে চলেছে শত ইয়েস !
যাদের কন্ঠে ধ্বনিত হয় একটি শব্দ ‘দুর্নীতি থামান এখনই’ ।
আকাশে থাকবে কালো মেঘ, থাকবে বর্জের গর্জন
তবু দুর্নীতির বিরুদ্ধে ওরা জয় করবেই অর্জন ।
ওরা দুর্জয়চিত্তে বাংলার মানচিত্রে, এঁকে দেবে সুশাসনের ছাপ
কালো অন্ধকার ছিন্ন করে, ওরা আনবেই রাঙ্গা প্রভাত ।
একদিন জাগবে বাংলা, জাগবে সহস্র তারুন্যের উত্তলিত মুষ্টিবদ্ধ হাত ।
ওরা লাল-সবুজের বুক থেকে,
মুছে দেবে সকল পিসাচের ছাপ ।
কন্ঠে-কন্ঠ মিলিয়ে বলবে —
‘জাগো মানুষ জাগো’
*** ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি.আই.বি) তে অনেক তরুন তরুনী স্বেচ্ছাসেবক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে যারা কোন প্রকার রাজনীতির সাথে জড়িত নয় ।তারা হল ইয়ুথ এনগেজমেন্ট আন্ড সার্পোট (ইয়েস)। আর আমি একজন ইয়েস তাই ইয়েস দের দূঢ় প্রতয় এর কথা স্মরন করে কবিতা টা লিখলাম।
– মল্লিক স্বাধীন রহমান
স্বত্ব ও দায় লেখকের…