চেয়েছিলাম

‘‘চেয়েছিলাম’’ – বি.কে. রায়মুখার্জী বাবু

সাগরের সৈকতে দাঁড়িয়ে দু’ হাত বাড়িয়ে
চেয়েছি জল আমি সাগরের কাছে
সাগর আমায় নিরাশ করে নি
দিয়ে ছিল জল যত টুকু তার আছে।।

আমি হিমালয়ের বুকে দাঁড়িয়ে
চেয়েছি তুষার তার কাছে
বলেছে হিমালয় নিয়ে যাও তুমি
যত টুকু মোর আছে।।

বলেছি আমি বসন্তের কোকিলকে
শোনাতে আমায় গান
কোকিল আমায় শুনিয়েছে গান
উজাড় করে তার প্রাণ।।

জীবনে যার কাছে যা চেয়েছি
সবইতো পেয়েছি,
পায়নি শুধু এক হৃদয়হীনের হৃদয়।।

জীবন চলার গতি পথে, দাঁড়িয়ে,
চেয়েছি ভালবাসার আর্তনাদ করে-
এক হৃদয়হীনের কাছে
প্রতিদানে সে দিয়েছে আমায়
আঘাত যতো আছে।।

যদিও বাসব কিছু ছিল দেবার মত তার
তবুও সে দেয়নি আমায় কভু
তাকে ভালবাসার অধিকার।।

স্বত্ব ও দায় লেখকের…

About বি.কে.রায়মুখার্জী (বাবু)