আমার ক্রোদাগ্নি আলোকপ্রদীপ হয়
তোমার প্রেমবাক্যের
মায়া কৌটায় বন্দি হয়ে,
আমার লোচনের কোন
ঘেষে বর্ষা নামে
তোমার তিক্ত কথামালার
উষ্ণ পরশে,
আমার প্রভাত শুরু, গোধূলিবিলীন,
রাত্রি শত, কেটে যায়
তোমার স্বপ্নবুনোনে।
আমি রোজ নব রূপে, নব
সাজে নিজেকে সাজাই
তোমার ভালোলাগার
নাগাল পেতে।
আমার যত্নভরা শাড়ির
ভাজে,খোঁপার ফুলে
তোমার গায়ের গন্ধ মাখি,
মন ভোলানো বীণার তানে,
বহুবার,বহু সুরে,বহু ছলে
বলে যাই ভালোবাসি,
শুধুই ভালোবাসি।
স্বত্ব ও দায় লেখকের…