হৃদয় কুঠিরে সুপ্ত অভিলাষ
জেগেছে
তোর হাতটা ছোয়ার,
ভালোবাসার
শূন্যস্থানে তোর
নাম লেখাবার
আবেশী স্বপ্ন কুড়িয়ে ঠায়
দাড়িয়ে আমি,
লাজের কায়া মুক্ত হাওয়ায়
জলাঞ্জলি দিয়ে।
চোখের কোনে স্বপ্নেরা ছুটছে বড়ই
সাধ জাগিয়ে,
আমি যেনো আজ অবুঝ শিশু
হেয়ালী আর
ছেলেমানুষি আঁচলে
বেধেছি,
অভিমানী কাব্যগুলো
সাজিয়েছি গগন
মাঝে
ছুটছি তোর হৃদয়ের গৃহ
দ্বারে।
জানি আজ পারবি না তুই
ফেরাতে আমায় শূন্য হাতে,
দু হাত ভরা কাচের চুড়ির
রিনরিনে সুর ভাঙ্গবে তোর
আবেগহীন ক্ষুব্ধ দেয়াল।
আজ অভিলাষ
জেগেছে তোকে কাছে পেতে,
ভিজিয়ে দিতে নেত্রবারির
অঝর ধারায়।