তোমাকে দেখার পরও আমি
পাহাড় দেখি, আকাশ দেখি
লোকে বলে,
পাহাড় স্থির সৌন্দর্যের সংসার
মন উচাটন হয়।
আকাশ বিস্তৃত বর্ণের সম্ভার
চোখ পিপাসা মেটায়।
তোমাকে ছোঁয়ার পরও আমি
সমুদ্র ছুঁই।
লোকে ওরকমই বলে।
সমুদ্র উত্তুঙ্গু বিদ্রোহী স্বপ্ন সুর নিয়ে হাজির হতে থাকে
প্রাণ নিষ্কলুষ হয়।
পাহাড়ের মেঘে বুকে প্রশান্তির প্রলেপ পড়ে
সমুদ্রের মেঘ দর্শনে সূর্যের অভিমান বোঝা যায়।
কী আশ্চর্য !
লোকের সকল কথা ভুলে
আমি তোমার আলোতে ফিরে আসি।
ওরা মূর্খ, তোমাকে দেখার পর কী হয় বলে বুঝাতে পারে না,
অনবরত বাজে বকে যায়।
তুমিও কী জানো,
কেন এ প্রত্যাবর্তন !
——–তুমি সৃষ্টির বৈভব
তোমাকে দেখার বা ব্যাখ্যার ব্যাকরণ নেই,
বিবরণ হয় না।
মেঘ পাহাড় সমুদ্র সৌরভ
সূর্য সুর গান গৌরব
তুমি সব—–
আমার অসীম শান্ত একান্ত অনুভব !
স্বত্ব ও দায় লেখকের…