মৃতের স্বাদ

Deat-fill-Bejoyতোমাদের ঐ জন্মই আমায় মৃতের স্বাদ নিতে শিখিয়েছে।
মৃত্যু অথবা যাবজ্জীবন, কোনটি বেশ লাগে তোমাদের?
আচ্ছা জন্মকে মৃতের সাথে বদল করে নিতে পারবে?
মিছিলে যেতে পারবে?
অর্ধ-নগ্ন অস্ত্রের মুখোমুখি ভয়ে কতটা নতমুখ হবে?
সংশয় কতটা রাজপথে নামতে?

তোমাদের ঐ জন্মগুলো আমায় ভিক্ষে দিতে পারো।
নিতে পারো এক মুঠো মৃতের পবিত্র জল-কমল?
সুগন্ধ অথবা ভ্যাপসা কোন আঁসটে পরা কাঁসটে ব্যাসন!
দাওনা ছুড়ে, ফুড়ে যাক উড়ে যাওয়া দানবগুলো!

রাজপথ-গোলটেবিল-মিছিল-মশাল-সংগ্রাম-বন্ধন
অথবা মানব মৈত্রী-শাস্ত্রী অথবা ধাত্রী;
পিছিয়ে থেকো না,
এগিয়ো না এক ফোটা রক্তের বিনিময়ে!

রাজপথ-মিছিল!
তোমাদের ঐ জন্মই আমায় মৃতের স্বাদ নিতে শিখিয়েছে।

স্বত্ব ও দায় লেখকের…

About বেলাল হোসাইন বিদ্যা