দুদিন ধরে ব্যাগ গুছিয়ে
একদিন গেছো বনে
কাশফুল সন্ধানে
সে তোমার দীর্ঘ প্রস্তুতি
লিখে ফেলেছো শত পংক্তি
তাঁকে শোনাবে
অভিসারে যাবে
থরে থরে আনন্দ আর
দুপুরটাকে টেনে চুষে চুইংগামের মত লম্বা করার পর
সমাগত রাতকে হিন্দি সিরিয়ালের মত অযথা আকর্ষণীয় এবং
যথারীতি….বিরতি ?
“বুকসন্ধিতে গন্ধ ঘষবে
কাঁধে শীতল গুঁড়ো
সুখ নামবে দুচোখ বেয়ে
শরীর ঘামবে পুরো
পায়ের পাতায় চমক শব্দ
কানে কার্বন দোলা
নদীর বুকে ফুঁসবে বৃত্ত
ঢেউগুলো উতলা
শক্ত মাঝি সুঠাম শরীর
পেশিবহুল হাত
ঢেউ গুনাগুন শাড়ির কুচি
প্রেমের ধারাপাত ।”
মগজ বিরতি শেষে
আবার আকাশযাত্রায়
মন খারাপেরা বাসা বেঁধেছে মেঘে
ঝড়ের বেগে
যাবে কার কাছে আর যাচ্ছো কোথায় ……অপূর্ণতায় !
এগুতে থাকে মেঘ ত্রস্ত ধীরপায়
বায়ু উতরায় অজানা শঙ্কায়
মুষলধারে জল ঝরে নয়ন টলমল
কী জানি কী হয়…….
বিষাদে বহিছো ভয় !
চেয়েছো কারে ভালোবাসিবারে আর
চলেছো এ কোন অভিসারে ?
অবশেষে আহারে….
দেহ আটক প্রেম পরিসরে ।
মেঘাকাশে ভুলের বাঁধ ভেঙ্গেছে তোমার
দাও সত্যের সাঁকো
পরাণভরে ডাকো
প্রাণপণে চাও—–প্রেম
আসুক ?
ভাসুক সে পৃথিবীর মত….
গ্রহ হয়ে নক্ষত্রকে
ভালোও না হয় বাসুক ।
– রাজীব মীর
২৪ সেপ্টেম্বর ২০১৪
স্কয়ার হাসপাতাল, ঢাকা।
স্বত্ব ও দায় লেখকের…