সন্ধিক্ষণে

Poth-Cholaভুল বা সঠিক
জানি না তা ঠিক
তবু, চলছি বেঠিক পথে

হারানো সে পথে
পুরণো চাওতে
নতুন না পাওয়া সুখ

যে সুখেতে মিলিয়ে
দু:খ বিলায়
চাইছি হারিয়ে যেতে

তুবু দুরে দুরে
না মেলা সুরে তে
ছন্দ মেলাতে চেয়ে

মেলে না ছন্দো,
বাড়ে যে দন্দ্ব
তবু আঁধারে বসিয়া ভাবি

দন্দ্ব-দিধায়
অমিল ছন্দে
যাচ্ছে সন্ধি হয়ে

তবু মেটেনা দন্দ্ব
মেলেনা ছন্দ
জীবণ সন্ধিক্ষণে!

স্বত্ব ও দায় লেখকের…

About Inzamamul Haque