তোমাকে দেখার পরও
তোমাকে দেখার পরও আমি পাহাড় দেখি, আকাশ দেখি লোকে বলে, পাহাড় স্থির সৌন্দর্যের সংসার মন উচাটন হয়। আকাশ বিস্তৃত বর্ণের সম্ভার চোখ পিপাসা মেটায়। তোমাকে ছোঁয়ার পরও আমি সমুদ্র ছুঁই। লোকে ওরকমই বলে। সমুদ্র উত্তুঙ্গু বিদ্রোহী স্বপ্ন সুর নিয়ে হাজির হতে থাকে প্রাণ নিষ্কলুষ হয়। পাহাড়ের মেঘে বুকে প্রশান্তির প্রলেপ …
বিস্তারিত »