উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের কচুয়ায় ক্ষমতাসীন দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ’লীগ সভাপতি শেখ মাহফুজুর রহমানের (দোয়াত কলম) বিরুদ্ধে নির্বাচনের আচারণ বিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী।
রোববার দুপুরে কচুয়ায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী সরদার জাহিদ।
এসময় তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় চিহ্নত সন্ত্রাসী দিয়ে দোয়াত কলম মার্কায় ভোট প্রদানের জন্য হুমকি প্রদর্শন ও বিভিন্ন জায়গায় মা বোনদের নির্বাচনের দিন কেন্দ্রে গোলযোগ হবে বলে ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করে আসছে।
তবে এব্যাপারে তাৎক্ষনিক দায়িত্বরত নির্বাহী মেজিস্ট্রেটকে জানাল্ওে তিনি কোন ব্যাবস্থা গ্রহণ করেন নি। এছাড়া বিভিন্ন সময়ে আ’লীগ সমর্র্থীত মাহফুজুর রহমানের (দোয়াত কলম) সমর্থকরা আমার প্রচার গাড়ী রোধ এবং প্রচার কাজে বাধা প্রদান করেছে।
তিনি অভিযোগ করে বলেন, তারা আগামী ২৭ ফেব্রুয়ারির আগে তারা আমার কর্মী-সমর্থকদের বাজারে না আসা এবং আনারস প্রতিকে ভোট না চাওয়ার জন্য প্রাকশে হুমকি প্রদান করে। দোয়াত কলমের পক্ষে আজ সকালেও ২০-২৫টি মটর সাইকেল উপজেলার ভাষা ও বয়ারসিংগা বাজারে গিয়ে উচ্চ সরে দোকান পাট বন্ধ করে দিতে এবং গন্ডগোল হবে বলে চেচামেচিজ করে।
এসময় তিনি কারচুপি এবং দলীয় প্রভাব মুক্ত নির্বাচনের দাবি জানিয়ে প্রশাসন এবং গন মাধ্যমের সহায়তা চান।
প্রসংঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার দুপুরেও একই অভিযোগ ও দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী সরদার জাহিদ।