প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ১৮ ফেব্রুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ১৮ ফেব্রুয়ারী ২০১৪

১৮ ফেব্রুয়ারী ২০১৪ মঙ্গলবার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী বিধি মোতাবেক ন্যাশানাল গার্লস স্কুল হাইস্কুল (প্রস্তাবিত) গোবর ঢাকা, খুলনা। ২ জন শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেওয়া হইবে। ১ জন ইংরেজী, অন্যজন ব্যবসায় শিক্ষা শাখায়। তিনশত টাকার পোস্টাল অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বরসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক

মোবা: ০১৯১৪-৬৫৯৫০৮

২। আবশ্যক

সর্বশেষ বিধি মোতাবেক চরবানিয়ারী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যাপিঠ, ডাকঘর-খাসেরহাট বাজার, উপজেলা-চিতলমারী, জেলা-বাগেরহাট এর শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০/- টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে পৌছাতে হবে।

প্রধান শিক্ষক

০১৭৮৩-৩৭২৭২৫

৩। আবশ্যক (৩য় বার)

বিধি মোতাবেক মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-বাবুগঞ্জ বাজার, উপজেলা-চিতলমারী, জেলা-বাগেরহাট এর শূন্যপদে একজন সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০/- টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডারসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে পৌছাতে হবে।

প্রধান শিক্ষক

৪। ডিলার নিয়োগ

খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলা আকর্ষনীয় শর্তে ইলেকট্র্রনিক্স কোম্পানীর ডিলার নিয়োগ দেয়া হবে। সরাসরি যোগাযোগ করুন:

স্টোন হেনজ (STONE HENGE) ইলেকট্রনিক্স কোম্পানী

বাড়ী নং-৪২২, রোড নং ৩০ নিউ

ডি.ও.এইচ.এস

মহাখালী, ঢাকা-১২০৬, মোবা:

০১৭১৩-১১৪৩৪৫

ফোন: ০২-৯৮৯৩২৪৭

৫। আবশ্যক

সরকারী বিধি মোতাবেক ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়, ডাক: নওয়াপাড়া, অভয়নগর, যশোর-এ শূন্যপদে সহকারী শিক্ষক বাংলা ও সহকারী শিক্ষক গণিত (সম্মানধারীদের অগ্রাধিকার) আবশ্যক। প্রার্থীকে ৫০০ টাকার পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পৌছাতে হবে।

প্রধান শিক্ষক

৬। নিয়োগ বিজ্ঞপ্তি

আপনি কি বেকার? দেশের স্বনামধন্য ইউনানী ঔষধ কোম্পানীতে চাকরি চাইলে এসএসসি/এইচএসসি পাশ প্রার্থীরা ২৫-০২-১৪ মধ্যে যোগাযোগ করুন। ঠিকানা-দি ম্যানসন্স ফার্মাসিউটিক্যালস ইউনানী ডিভিশন। ডা. মতিয়ার রহমান, শোভনা, গাবতলা বাজার, ডুমুরিয়া, খুলনা। ০১৯৬১-৬১৮০৫৪।

৭। নিয়োগ বিজ্ঞপ্তি

ব্রিজ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। ইডকল ও নিজস্ব অর্থায়নে পরিচালিত সোলার হোম সিস্টেম প্রোগ্রাম কাজ করতে আগ্রহী প্রার্থীদেরর নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

(১) এসি: কো-অর্ডিনেটর ০২ জন। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সৌরবিদ্যুৎ প্রোগ্রামে রিজিওনাল ম্যানেজার হিসাবে ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষে। বয়স ৩৫ বছরের উর্ধ্বে নয়।

(২) রিজিওনাল ম্যানেজার ০৩ জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সৌরবিদ্যুৎ প্রোগ্রামে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে ব্রাঞ্চ পরিচালনায় ২-৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষে। বয়স ৩৫ বছরের উর্ধ্বে নয়।

(৩) ব্রাঞ্চ ম্যানেজার ২৫ জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সৌরবিদ্যুৎ/ ঋণ কর্মসূচিতে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে ২-৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষে। বয়স ৩৫ বছরের উর্ধ্বে নয়।

(৪) কমিউনিটি প্রোমোটর: ১০০ জন। শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি। সৌরবিদ্যুৎ প্রকল্পে কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

আগ্রহী প্রার্থীগণ আগামী ২৬-২-২০১৪ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, ব্রিজ বরাবরে লিখিত আবেদনপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং স্বহস্তে লিখিত আবেদন পত্রে মোবাইল নম্বর উল্লেখ করে ব্রিজ ট্রেনিং সেন্টার, বাড়ী নং-১৭, জলিল স্মরণী, বয়রা, খুলনা ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

নির্বাহী পরিচালক

About Bagerhat Info Jobs