আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের কচুয়ায় নির্বাচনী আচরণবিধির লংঘনের অপরাধে ২ প্রার্থীকে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে উপজেলর গজালিয়া বাজার ও মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জৃরিমানা করা হয়।
এসময় প্রচার গাড়ীতে অধিক মাইক ব্যবহারের দায়ে গজালিয়া বাজারে চেয়ারম্যান প্রার্থী এস.এম.মাহফুজুর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস.এম.মাহফুজুর রহমান এর পোষ্টারে দলীয় শ্লোগান, দেয়ালে পোষ্টার লাগানো, অপর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম অঙ্গভঙ্গি দিয়ে লিফলেট করে বিলি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ২টির অধিক মাইক ব্যবহার, ১৫ ফেব্রুয়ারী বিকালে বাধাল বাজার এস.এম. মাহফুজুর রহমানের কর্মীরা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ কল্যান ফ্রন্ট এর জেলা যুগ্ন সম্পাদক বাসুদেব মুন্সি (খোকন)কে জীবননাশের হুমকী দিয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে ১৬ ফেব্রুয়ারী বাসুদেব মুন্সি (খোকন) কচুয়া থানায় ৫০৮ নং একটি সাধারন ডাযরী করেছে।
এ বিষয়ে সহকারী রিটার্নীং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মজিবর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, আমরা এসম বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে এসময় জানান তিনি।