প্রচ্ছদ / খবর / বাগেরহাটে অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কোর্স

বাগেরহাটে অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কোর্স

BagerhatPhoto01(12-02-2014)বাগেরহাটে শুরু হয়েছে ৫ দিন ব্যাপি অলিম্পিক সলিডারিটি স্পোর্টস্ অ্যাডমিনিস্ট্রেটরস্ কোর্স।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বুধবার সকালে বাগেরহাট জেলা স্টেডিয়াম অডিটোরিয়ামে ৫ দিন (১২ থেকে ১৬ ফেব্রুয়ারি) ব্যাপি এ কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান মানু।

এসময় তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, এ ধরনের প্রশিক্ষণে জেলার ক্রীড়াবিদ ও সংগঠকরা অনেক কিছু শিখতে ও জানতে পারবে।

বাগেরহাটের অতিরুক্ত জেলা প্রশাসাক সার্বিক হাবিবুর রহমান খানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আক্তার হোসেন খান, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহম্মেদ, প্রাক্তন সাধারন সম্পাদাক এবং BOA এর প্রাক্তন সদস্য মীর জুলফিকার আলী লুলু, অলিম্পিক সলিডারিটি কমিটির সদস্য প্রমুখ।

কোর্সে অংশ নিচ্ছে জেলার মোট ২৫ জন ক্রীড়াবিদ ও সংগঠক।

প্রসংঙ্গত, এধরনের অ্যাডমিনিস্ট্রেটরস্ কোর্স প্র্রোগ্রাম বাগেরহাটে এটাই প্রথম বার। আর আগে ২০০১ সালে বাগেরহাটে এধরনের একটি প্রোগ্রাম হবার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতায় তখন তা সম্ভব হয় নি।

১২ ফেব্রুয়ারি ২০১৪ :: ইসাবেলা হোসেন ইরা,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম এডিটর/বিআই

About Isabella Hossain Era