সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার দুই বছরেও হত্যারহস্য উদঘাটিত না হওয়ার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আয়জিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিরা।
বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক এ বিএম মোশারফ হুসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাধারন সম্পাদক নিহার রঞ্জন সাহা, সাবেক সাধারন সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, সাংবাদিক রবিউল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি শওকত আলী বাবু, সেখ আবু সাঈদ, শওকত আলী বাবু, অলীপ ঘটক, ব্লাড ফাউন্ডেশনের সম্পাদক জাহিদুল ইসলাম জাদু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, সাগর-রুনীর হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে একই দাবিতে মঙ্গলবার সকাল ১১ টায় মংলা পোর্ট পৌর সভার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে মংলায় স্থানীয় সাংবাদিকেরা।
এসময় প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।