বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় মাল বোঝাই ট্রাকের ধাক্কায় আহত লুঙ্গি বিক্রেতা মিন্টু (৪২) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মারা গেছেন।
নিহত মিন্টু কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুরাঘাটা গ্রামের শের আলীর ছেলে।
সোমবার দুপরে মহাসড়কের সিএন্ডবি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে দূর্ঘটনায় মৃতের সংখ্যা দুই।
এর আগে ট্রাকের ধাক্কায় ঘটনা স্থালেই মারা যান পাগল বালা (৬০) নামে এক মটরসাইকেল আরহী। নিহত পাগল বালা খুলনার তেরখাদা উপজেরার রামচন্দ্রপুর গ্রামের চৈতন্ন বালার ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা বাগেরহাট ইনফোকে জানান, বাগেরহাট থেকে খুলনাগামী একটি মটরসাইকেল সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা ইট ও রড বোঝাই একটি বেপরোয়া ট্রাক (খুলনা মেট্রা-ড ১১-০০০১) নিয়ন্ত্রন হারিয়ে মটর সাইকেলটিকে চাপা দিয়ে মহাসড়কের পাশের একটি কাপড়ের দোকানে উঠে যায়।
এতে ঘটনা স্থলেই এক মটরসাইকে আরহী মারা যান। গুরুতর আহত হন মটর সাইকেল চলাক, অপর আর এক আরহী এবং ফুটপথে লুঙ্গি বিক্রেতা এক ব্যাবসায়ী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুমেক হসপাতালে পাঠান হয়।
হাসপাতালে নেবার পর গুরুতর আহত সড়কের পাশের লুঙ্গি বিক্রেতা মিন্টু (৪২) কে মৃত ঘোষনা করেন কর্তব্যরত ডাক্তার।
এ ঘটনায় গুরুতর আহত মটর সাইকেল চালক খুলনার তেরখাদার বিপ্লব বিশ্বাস (৪০) এবং অপর আরহী একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নলিনী রঞ্জনের ছেলে শেখর বৈদ্য (৪৫) বর্তমানে খুমেক হসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মান্নান ফরায়েজী বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক, ট্রাকের চালক, হেলপার এবং মটর সাইকেলটি আটক করেছে পুলিশ।