বাগেরহাটের কচুয়ায় খুলনা-পিরোজপুর সড়কের শিবপুর এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে এক জন নিহতসহ অন্তত্য ২৫ জন আহত হয়েছেন।
শনিবার সাকাল সাড়ে ৭টার দিকে কচুয়া উপজেলার শিবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় কচুয়া এবং বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দিগন্ত পরিবহনের একটি বাস সড়কের শিবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পাসের খালে পড়ে যায়। এসময় বাসের সামনের অংশ সম্পূর্ণ কাদা মাটিতে আটকে যায়।
খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার কাজ শুরু করে।
দূর্ঘটনায় নিহত ইলিয়াস হোসেন শেখ (৩৫) বাগেরহাটের ফতেপুর গ্রামের হাসেন ওরফে খোকা শেখের ছেলে। সে পিরোজপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম বাগেরহাট ইনফো ডটকামকে জানান, আহতের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎস দেওয়া হচ্ছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।