পৃথক সড়ক দূর্ঘটনায় বাগেরহাটে একটি প্রাইভেট কার নিযন্ত্রন হারিয়ে দু’জন এবং ধান বোঝাই ট্রাক উল্টে এক জন আহত হয়েছেন।
শনিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়ক এবং মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিকা মহাসড়কে এই দুটি দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী জানায়, শনিবার সকাল ৭ টার দিকে বাগেরহাট -খুলনা মহা-সড়কের সিএন্ডবি বাজারের কাছে খুলনা থেকে বাগেরহাট গামী বেপরোয়া একটি প্রাইভেট কার (ঢাকা মেট্র-গ ১২-৮২৭১) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এত কারটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এসময় চালক অজ্ঞাত (৩২) এবং বাবু (৪২) নামে দুই জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, ভোরে জেলার মোরেলগঞ্জ শরণখোলা সড়কে ১৩টন ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ঘটনা স্থলে ট্রাকের ড্রাইভার আশিক(৪৫) আহত হয়েছে।
মোরেলগঞ্জে উপজেলার সেতারা-আব্বাস টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ধান বোঝাই ট্রাকটি (খুলনা-ট-১০৮৩) মোরেলগঞ্জ থেকে ধান নিয়ে ফরিদপুরের উদ্দেশে যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
সড়কের বেহাল দশা এবং ধারণ ক্ষমতার অতিরুপ্ত মাল বহনের কারণে এ দুর্ঘটানা ঘটে বলে জানা গেছে।