ইংরেজি মাস গুলোর মধ্যে ‘ফেব্রুয়ারি’ মাস আমার সবচাইতে প্রিয় একটি মাস। প্রিয় হওয়ার অনেকগুলো কারন আছে। কারণগুলোর অনেকগুলো মাত্রা আছে। চেতনগত, উৎসবগত, আবহাওয়াগত; এরসাথে আরও নানা অনুভুতির কারনেই ফেব্রুয়ারি মাস আমার খুব প্রিয় একটি মাস।
এখানে একটা প্রসঙ্গ টানা যেতে পারে, তা হল আমার জীবনে দুইটা গানের সুর ও বানী আমাকে খুব আলোড়িত করে, উজ্জীবিত করে, আমাকে ভাবায়, আমাকে নানাভাবেই আনন্দিত করে। এর একটা হল কাজী নজরুল ইসলামের ‘ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ’ আর একটা হল আব্দুল গাফফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।।
এই দুইটা গানের সুর, ছন্দ, কথা আমার কানে পৌঁছানো মাত্রই আমার মধ্যে কেমন যেন একটা আচানক অবর্ণনীয় মোহনীয় সুরের মূর্ছনায় যাদুর পরশ দেয় – তা আমি আর ভাষায় বর্ণনা করতে পারি না। আমার মন আমাকে দোলায়; আলোড়ন তোলে আমার মধ্যে সর্বত্র।।
আজ ফেব্রুয়ারি মাস শুরু হল। আমার মনে নাড়ী ছেড়ার মতো জন্মের ব্যাথা, তবু যেন চাপা সুখের আলোড়ন। কোথায় যেন একটা শুভ্রতার উদাত্ত আহ্বান। শোক থেকে শক্তির তীব্র নেশা। জয়োল্লাসের প্রতিধ্বনি শোনার অসীম আকাঙ্ক্ষা। শীতের কুয়াশা মুছে দিয়ে আমার চোখ চকচক করে ওঠে। মন আমার রক্তাক্ত লাল বৃত্ত আঁকে, চিরসবুজ তারুন্যের বুকে। আমিও যেন হয়ে উঠি ১৯৫২ এর ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, শফিক ও জব্বারের মতন একজন।
সবাইকে মহান ভাষা আন্দোলনের মাসের সুভেচ্ছা, একুশের বই মেলার শুভেচ্ছা। সবার মনে একটি বাংলাদেশ গড়ে ওঠার আহ্বান জানাই।।
শেরিফ শরীফ। ১ ফেব্রুয়ারি ২০১৪ইং
স্বত্ব ও দায় লেখকের…