২২ জানুয়ারী বুধবার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-
১। জরুরী আবশ্যক
ট্রাভেল এজেন্সি অফিসে কম্পিউটার অপারেটর পদে পার্ট টাইম/ ফুল টাইম অভিজ্ঞ মহিলা প্রার্থী আবশ্যক। বেতন আলোচনা সাপেক্ষে। নিজ হাতে লিখিত জীবনবৃত্তান্ত, এক কপি ছবিসহ মেইল করুন। অফিস: ০৪১–২৮৩৩৬০৩। Email: nitutradingbd@gmail.com
২। আবশ্যক
সরকারী বিধি মোতাবেক সি.এম.বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাগুডাঙ্গা, ডাকঘর-মূলশ্রী, উপজেলা-কালিয়া, জেলা-নড়াইল এর জন্য শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। ইংরেজী বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নগদ/ হিসাব নং-১২৪৭ অগ্রণী ব্যাংক, যোগদিয়া শাখার অনুকূলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষিকা বরাবর আবেদন করতে হবে।
প্রধান শিক্ষিকা
৩। সহকারী শিক্ষিকা আবশ্যক
৩১শে জানুয়ারির মধ্যে যোগাযোগ করুন মৌ প্রি-ক্যাডেট স্কুল ফোন: ০৪১-২৮৩০৭৬১, ০১৭১৫-৭৪৩৭৭৬।৪৮ বসুপাড়া, আজাদ লন্ড্রীর মোড়, খুলনা।
৪। নিয়োগ বিজ্ঞপ্তি
নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬.০১.১৪ তারিখ, ছবি, আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ বেলা ১১টায় নিম্ন ঠিকানায় উপস্থিত হতে বলা হলে।
হিসাব রক্ষক | স্নাতক/ স্নাতকোত্তর (বানিজ্য) | অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে |
কম্পিউটার অপারেটর | স্নাতক/ স্নাতকোত্তর | অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে |
অফিস পিওন | এস.এস.সি | অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে |
বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে
এ.পি.সি ফার্মাসিউটিক্যালস লিমিটেড
৩০, কে.ডি.এ এপ্রোচ রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ফোন: ০৪১-৭২৫৮৬৮, Email: apcpharma@gmail.com
৫। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
জরুরী ভিত্তিতে রোজমার্ক ফার্মাসিউটিক্যালস (ইউনানী) সিলেট বাংলাদেশ-এর খুলনা শাখার জোনাল অফিসে জামানত ও শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক পুরুষ নিয়োগ করা হবে।
ক্রমিক | পদ | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
০১ | রিপ্রেজেন্টেটিভ | ০৭ জন | স্নাতক/ সমমান |
০২ | সি.এস.আর | ০৩ জন | এইচ.এস.সি/ সমমান |
০৩ | অফিস সহকারী | ০১ জন | এস.এস.সি/ সমমান |
০৪ | পিওন-০১ | ০১ জন | অষ্টম শ্রেণী পাশ |
বেতন: আলোচনা সাপেক্ষে।
আগ্রহি প্রার্থিদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অগ্রাধিকার দেওয়া হবে সত্যায়িত ফটোকপি ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বরসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ (দশ) দিনের ডাক/ কুরিয়ার অথবা সরাসরি নিম্নে ঠিকানায় যোগাযোগ করতে হবে।
যোগাযোগের ঠিকানা: রোজমার্ক ফার্মাসিউটিক্যালস (ইউনানী) এর জোনাল অফিস, বয়রা বাজার, আফরোজ প্লাজা, জি-২৭, দোকান নং-১২৫, জি.পি.ও-৯০০০, সোনাডাঙ্গা, খুলনা। মোবাইল নং-০১৭২৪-৮২৬৭৪৯, ০১৯৬৬-৫৯২৭৪০।
৬। আবশ্যক
নিয়োগ বিধিমোতাবেক কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়, ডাক-পিপুলবুনিয়া, রামপাল, বাগেরহাট-এ শূন্যপদে সহকারী শিক্ষক (গণিত) ও সহকারী শিক্ষক (শরীরচর্চা) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নগদ ৪০০/- টাকা ও কাগজপত্রসহ আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
৭। নিয়োগ বিজ্ঞপ্তি ২য় বার
সর্বশেষ সরকারী বিধিমোতাবেক ফকিরবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-ফকিরবাড়ী, মোরেলগঞ্জ, বাগেরহাটের শূন্যপদে সহকারী শিক্ষক (বিজ্ঞান) ও কৃষি বিষয়ে একজন করে শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে মহিলা প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাইতেছে।
প্রধান শিক্ষক
০১৭১৪-৫০৯৩৬৭
৮। আবশ্যক
সরকারী বিধিমোতাবেক নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ হাই স্কুল, উপজেলা+জেলা-বাগেরহাটে শূন্যপদে একজন সহকারী শিক্ষক (বিজ্ঞান) ও সৃষ্টপদে একজন সহকারী শিক্ষক (কৃষি) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকার পোস্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ শুধুমাত্র মহিলা প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রধান শিক্ষক
৯। নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি বিধিমোতাবেক এ.বি. গজালিয়া হাজী মহের উদ্দিন স্মৃতি দাখিল মাদরাসা, ডাক: পুটিখালী, উপজেলা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাটে শূন্যপদে একজন করে সহকারী শিক্ষক (শরীরচর্চা), সহকারী শিক্ষক (গণিত ও সাধারন বিজ্ঞান), সৃষ্টপদে সহকারী শিক্ষক (কৃষি) আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্রসহ শুধুমাত্র মহিলা প্রার্থীদের নিকট থেকে ০৯/০২/২০১৪ তারিখের মধ্যে সুপার বরাবর দরখাস্ত আহবান করা যাচ্ছে। পুরুষের প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
সুপার
০১৭১২-২৯৮৮৬৮
১০। আবশ্যক
সরকারী বিধিমোতাবেক পশ্চিম কামিনীবাসিয়া রাসখোলা মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: কামিনীবাসিয়া, উপজেলা-দাকোপ, জেলা-খুলনার জন্য সহকারী শিক্ষক কৃষি শিক্ষা (বায়োলজি) ১ জন, সমাজ বিজ্ঞান ২ জন, সহকারী প্রধান শিক্ষক ১ জন, কম্পিউটার ১ জন (মহিলা), সহকারী গ্রন্থাগারিক ক্যাটালগার ১ জন আবশ্যক। নিবন্ধন/ ইনডেক্সধারীরা ৫০০/- টাকার পোস্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন।
প্রধান শিক্ষক
০১৭২৪-৭১৫৫০৯
১১। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
ব্রিজ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। পিকেএসএফ ব্যাংক ও নিজস্ব অর্থায়নে পরিচালিত মাইক্রো ফিন্যান্স প্রোগ্রামে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১। ব্রাঞ্চ ম্যানেজার: ০৫ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতককোত্তর/ স্নাতক।
মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে ব্রাঞ্চ পরিচালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন সর্বসাকুল্যে-৮০০০/- টাকা। বয়স: ৩৫ বছরের উর্দ্ধে নয়।
২। লোন অফিসার: ৩০ জন। শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি। বেতন সর্বসাকুল্যে ৫৫০০/- টাকা। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
আগ্রহী প্রার্থীগণ আগামী ৩০-০১-২০১৪ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, ব্রিজ বরাবরে লিখিত আবেদনপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং স্বহস্তে লিখিত আবেদন পত্রে মোবাইল নম্বর উল্লেখ করে ব্রিজ ট্রেনিং সেন্টার, বাড়ী নং-১৭, জলিল স্মরণী, বয়রা, খুলনা ঠিকানায় আবেদনপত্র প্রেরণের জন্য বলা হলো।
নির্বাহী পরিচালক
১২। নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও সনদপ্রাপ্ত একটি সেবামূলক সংস্থা যার রেজি নং-সি-৯৬৬৮২/১১ এর অধীনে পরিবার পরিকল্পনা পুষ্টি প্রাথমিক স্বাস্থ্য সেবা পল্লী ক্লিনিক মা ও শিশু স্বাস্থ্য, গণশিক্ষা ও AIDS কার্যক্রম বাস্তবায়নের দারিদ্র্য বিমোচন ও বেকার নিরসন (VHC) এর আওতায় জামানত বিহীন শর্ত সাপেক্ষে পুরুষ ও মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কেন্দ্র পরিচালক | এইচ.এস.সি/বিএ | নিজ থানা | বেতন-১৩০০০/=+টিএ |
অফিস সহকারী | এস.এস.সি/ | নিজ ইউনিয়ন | বেতন-১০৫০০/=+টিএ |
ফিল্ড অফিস | অষ্টম শ্রেণী/দশম শ্রেণী | নিজ ওয়ার্ড | বেতন-৮০০০/=+টিএ |
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনপত্রের ফটোকপি ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নং সহ বিজ্ঞপ্তি প্রকাশের (১৪) দিনের মধ্যে ডাক/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিম্ন ঠিকানায় আবেদন করতে হবে।
বি:দ্র: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল ও পরীক্ষা স্ব-স্ব উপজেলায় নির্ধারিত হবে। শুধুমাত্র বাছাইকৃতদের মোবাইল ফোনে যোগাযোগ করা হবে এবং মটর সাইকেল/ বাই সাইকেল চালানোর মনমানুষিকতা থাকতে হবে। ৬ মাস পর বেতন বৃদ্ধি করা হবে।
বরাবর, পরিচালক (প্রশাসন), ভিলেজ হেলথ কেয়ার
অফিস: ৯/২৫, ব্লক-সি, কলেজ গেইট, কৃষি মার্কেট রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭