বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা দেশ ব্যাপি অনির্দিষ্ট কালের অবরোধের প্রথম দিনে বাগেরহাটে পুলিশি বাধাঁয় পণ্ড হয়েছে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি।
অবরোধের সমর্থনে বুধবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা ১৮ দলের নেতৃবৃন্দ খানজাহানের মাজার মোড়ে অবস্থান করতে গেলে পুলিশি বাঁধায় পড়ে।
এ সময়ে নেতৃবৃন্দ পুলিশি বাঁধায় সমাবেশ করার চেষ্টা করে।
অবরোধের সমর্থনে জেলার অনান্য উপজেলা গুলোতেও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
এদিকে, অবরোধের কারণে বাগেরহাটের খুলনা-বরিশালা, খুলনা-মংলা ও খুলনা-মাওয়া মহাসড়কে এদিন ভোর থেকে লক্ষ করা যায় যৌথ বাহিনীর টহল। তবে বন্ধ ছিল দুরপাল্লার সকল যানবাহন এবং মংলা বন্দর থেকে পন্য পরিবহন।
অভ্যান্তরিন এবং দুরপাল্লার পরিববহন না চলায় সড়ক-মহাসড়কে রাজত্ব করেছে নসিমুন, অটোরিক্সা, মাহেন্দ্রের মতন ছোট যানবাহন।
জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, বিরধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
বাগেরহাট ইনফো ডটকম।।