২৮ ডিসেম্বর ২০১৩ শনিবার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-
১। হাফেজ শিক্ষক/ কম্পিউটার অপারেটর/ এম.এল.এস.এস আবশ্যক
একটি প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য ১ (এক) জন হাফেজ শিক্ষক আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: দাখিল ও আলীম পরীক্ষায় এ+ পেয়েছেন ছহীহ তেলাওয়াত ও পূর্ণ ইয়াদসহ কুরআন পড়াইতে সক্ষম। কোন হেফজ মাদ্রাসায় ৫ বৎসরের পড়ানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং নিজ যোগ্যতায় কমপক্ষে ৫০ জন ছাত্রকে হাফেজ করিয়াছেন শুধুমাত্র হাফেজ শিক্ষকের খাকা ও খাওয়া ফ্রি এবং আকর্ষনীয় বেতন দেওয়া হবে। অপরদিকে ২ (জন) কম্পিউটার অপারেটর-এস.এস.সি পাশ এবং ২ (জন) এম.এল.এস.এস-অষ্টম শ্রেণী পাশ। মূল সনদ ও অভিজ্ঞতার সনদসহ অতি দ্রুত যোগাযোগ করুন।
যোগাযোগ: এড: এম.এম.হোসেন
১২৫, হাসান ভবন, খান-এ-সবুর রোড, খুলনা।
মোবাইল নং-০১৭১১-৫৭৮৮৫৭, টেলিফোন নং-০৪১-৮১১১৬২/০৪১-৭৩২২৫১
২। নিয়োগ বিজ্ঞপ্তি
নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়, ডাক: নওয়াপাড়া, উপজেলা: অভয়নগর, জেলা: যশোর-এর জন্য এস.এস.সি (ভোক) শিক্ষাক্রমে সৃষ্টপদে সরকারি সর্বশেষ বিধি মোতাবেক সহকারী শিক্ষক/ শিক্ষিকা (বিজ্ঞান, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ ও রসায়নসহ স্নাতক ডিগ্রী) আবশ্যক। সমগ্র শিক্ষা জীবনে ১ টি ৩য় বিভাগ/ শ্রেণী/ সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে। ২ কপি ছবি, ৫০০ টাকার পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য), প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পৌছাতে হবে।
প্রধান শিক্ষক
৩। আবশ্যক
ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, ডাক-ত্রিমোহিনী, উপজেলা-কেশবপুর যশোরে সরকারী বিধিমোতাবেক শূন্যপদে একজন সহ: শিক্ষক (কৃষি) আবশ্যক। ৫০০/- অফেরৎযোগ্য পোস্টাল অর্ডারসহ আবেদনের সময় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে।
প্রধান শিক্ষক
চাকরির খবর পাতায় প্রকাশিত কোন বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনের জন্য বাগেরহাট ইনফো ডটকম কর্তিপক্ষ দায়ী নয়। (প্রকাশিত বিজ্ঞপ্তি গুলো বিভিন্ন পত্র-পত্রিকার থেকে সংগৃহীত।) বিজ্ঞাপনের ভ্রল, ত্রুটি দেখা দিলে মূল বিজ্ঞাপন অনুসরন করার জন্য অনুরোধ করা হলো।