বঙ্গোপসাগর দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ এবং মৎস আহরণের অভিযোগে ২টি ফিসিং ট্রলারসহ ২৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী।
মংলা থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় নৌ বাহিনী তাদের আটক করে।
শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বাগেরহাট ইনফোকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় জেলেরা জলসীমা আইন লংগন করে বাংলাদেশের সমুদ্র এলাকায় মাৎস আহরণ করছিল বলে ওই এলাকায় টহলরত নৌ বাহিনী এদের আটক করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নৌ-বাহিনীর কাছ থেকে মংলা থানায় হস্থান্তর প্রকৃয়া চলছে।
তিনি জানান, বর্তমানে নৌ-বাহিনীর কাছ থেকে মংলা থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইলাহী আটককৃতদের গ্রহণ করছেন।
এ বিষয়ে মঞ্জুরুল ইলাহী সাথে যোগাযোগ করা হলে তিনি বাগেরহাট ইনফোকে জনানা, আটককৃত জেলে এবং ট্রলারসহ তাদের বিরুদ্ধে মংলা থানায় মামলা হবে। তবে তাৎক্ষনিক তিনি জেলেদের নাম পরিচয় জানাতে পারেনি।
এব্যাপারে নৌ বাহীনির পক্ষ থেকে জানান হয়েছে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে গভীর সমুদ্রে টহলের সময় অবৈধ ভাবে অনুপ্রবেশ এবং মৎস শিকারের দায়ে ট্রলারসহ তাদের আটক করা হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।