বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
সোমবার সকাল সাড়ে ৬টায় শহরের দশানীস্থ স্বাধীনতা স্মৃতিস্থম্ভ এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সূচনা করেন জেলা প্রশাসক মোঃ শুকুর আলী।
পরে একে একে পুলিশ সুপার, জেলা পরিষদ, বাগেরহাট প্রেসক্লাব, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানায়।
এসব দল বা সংগঠন ছাড়াও মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে আত্মদানকৃত শহীদের প্রতি শ্রদ্ধ জানাতে এসময় শহীদ বেদীতে আসনে সর্বস্তরের মানুষ। এসময় তারা মানবতাবিরধী অপরাধের দায়ে অভিযুক্ত যুদ্ধাপরাধী ও রাজাকার-আলবদরদের বিচার দ্রুত শেষ করার দাবী জানান।
সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কুচকাওয়াজের সূচনা করেন জেলা প্রশাসক মোঃ শুকুর আলী।
পরে পুলিশ আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, শিশু পরিবার, গালস গাইডসহ বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ, শরীরচর্চা ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রর্দশন করে।
এদিকে স্থানীয় স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচী, বর্ণাঢ্য সাইকেল র্যালি ও বিজয় র্যালির আয়োজন করে বিভিন্ন সংগঠন।
এছাড়া দিবসটি উপলক্ষে এদিন বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মংলার দিগরাজে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উম্মুক্ত রাখা হয়েছে জনসাধারণের জন্য।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট সদর হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশুসদন, সেফ হোম, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।
সন্ধ্যায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে শোভা পাবে আলোকসজ্জা।
বাগেরহাট ইনফো ডটকম।।