আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চার আসনের ৩ টিতে নির্বাচনের আগেই নির্বাচিত হচ্ছেন আ’লীগের একক প্রার্থীরা।
বাগেরহাট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১৮ ডিসেম্বর) বাগেরহাট-১, বাগেরহাট-২ এবং বাগেরহাট-৩ আসনে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হতে পারে।
এর আগে মনোনয়ন পত্র যাচাই বাছাই এর শেষ দিন ৫টি বাতিল হলে বাগেরহাট-১ এবং বাগেরহাট-২ আসনে আ’লীগ এর একক প্রার্থীতা তৈরি হয়।
শুক্রবার (১৩ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৪ টি মনোনয়ন পত্র প্রত্যাহার করা হয়েছে। ফলে তিন আসনে এখন আ’লীগ এর একাক প্রার্থী।
জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক বাগেরহাট ইনফোকে জানান, ১৩ ডিসেম্বর বিকেলে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় প্রর্যন্ত মোট ৪ টি মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করা হয়েছে।
এরা হলেন, বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনে জাতীয়পার্টির (এরশাদ) প্রার্থী তালুকদার আকতার ফারুক ও কেসিসি’র সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহার তালুকদার এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা লায়ন. মো. শামছুল আলম।
এর ফলে একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদন্দিতায় পূর্ণ নির্বাচিত এবং নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ এর তিনি প্রার্থী বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন; বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে বর্তমান সাংসদ এ্যাড. মীর শওকাত আলী বাদশা এবং বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনে কেসিসি’র সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক।
এছাড়া বাগেরাহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামীলীগের পক্ষে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক এআইজিপি আব্দুর রহিম খাঁন এবং মোড়েলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগ নেতা মনিরুল হক তালুকদার প্রতিদ্বন্দিতা করছেন।
উল্লেখ, এর আগে মনোনয়ন পত্র যাচই বাছাই এর শেষ দিনে দাখিলকৃত ১৬টি মনোনয়ন পত্রের মধ্যে ৫টি বাতিল হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
– See more at: http://bagerhatinfo.com/news/8105/#sthash.P8WNkdEC.dpuf
বাগেরহাট ইনফো ডটকম।।
– See more at: http://bagerhatinfo.com/news/8105/#sthash.P8WNkdEC.dpuf