প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ১৩ ফেব্রুয়ারী ২০১৪

নিয়োগ বিজ্ঞপ্তি- ১৩ ফেব্রুয়ারী ২০১৪

১৩ ফেব্রুয়ারী ২০১৪ বৃহস্পতি, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। আবশ্যক

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত পাইকগাছা পৌর সদরস্থ ‘ফাসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, পাইকগাছা, খুলনার জন্য সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক ইংরেজি বিষয়ে শূন্যপদে একজন প্রভাষক আবশ্যক। জনতা ব্যাংক, পাইকগাছা শাখার অনুকূলে ৫০০/- ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের শেষ তারিখ-০৩/০৩/১৪। পুরুষ প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নাই।

অধ্যক্ষ

২। নিয়োগ বিজ্ঞপ্তি

আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর বাগেরহাট জেলার ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকারের সুশাসন নিশ্চিতকরন শীর্ষক ০২ (দুই) বছর ব্যাপী প্রকল্পে নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্র:নং পদের নাম পদের সংখ্যা কর্মএলাকা (ইউনিয়ন) কাজের ধরণ অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা
০১ ইউনিয়ন সমন্বয়কারী 

সর্বসাকুল্যে মাসিক বেতন ৮০০০/-

০২ ১। মংলা: সুন্দরবন, চিলা, চাঁদপাই, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ ও সভা পরিচালনা, বিভিন্ন  প্রশিক্ষনের আয়োজন ও পরিচালনা, ইস্যুভিত্তিক প্রচারনা কার্যক্রম পরিচালনা, ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাব্রতীদেরর সাথে সভা ও জরীপ পরিচালনা, বিভিন্ন তথ্য সংগ্রহ, কার্যক্রমের প্রতিবেদন লেখা মাঠ পর্যায়ে মানুষকে সংগঠিত করা এবং ইউনিয়ন পরিষদের সাথে সম্পর্ক গড়ে তোলার কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। 

স্নাতক

২। ফকিরহাট: ফকিরহাট, বাহিরদিয়া, পিলজঙ্গ, লখপুর
৩। মোড়েলগঞ্জ: মোড়েলগঞ্জ, নিশানবাড়িয়া, খাওলিয়া, বারইখালি
৪। শরনখোলা: রায়েন্দা, সাউথখালি, খোন্তাকাটা, ধানসাগর

*  প্রাথী নির্বাচনে নিজ নিজ ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে।

* ইউনিয়ন পর্যায়ে নিজস্ব বাই-সাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখের মধ্যে এক কপি ছবি, বায়োডাটা, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় দরখাস্ত পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল/ফোন নাম্বার উল্লেখ করতে হবে।বাছাইকৃত প্রার্থীদের ১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০.০০ টায় বাগেরহাটে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি প্রার্থীদের মোবাইল/ফোনে জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য যে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ দেয়া হবে না।

দরখাস্ত পাঠানোর ঠিকানা:

মোড়েলগঞ্জ ও শরনখোলার প্রার্থীরা: রূপা মেডিকেল হল প্রযত্নে ডা. মো: রুহুল আমিন, হাসপাতাল রোড, রায়েন্দা বাজার।

মোংলার প্রার্থীরা: সুজন কার্যালয় প্রযত্নে নূর আলম (ভাইস চেয়ারম্যান) বি এন এস রোড, নবরুচি গার্মেন্টস এর দ্বিতীয় তলায়।

ফকিরহাট প্রার্থীরা: ফ্রেন্ডস ডেকোরেটর প্রযত্নে তরুন দাস বেতাগা বাজার, বেতাগা, ফকিরহাট।

৩। ৩য় নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা জেলার ফুলতলা উপজেলা/থানাধীন ডাকঘরের আওতাধীন শিরোমনি আলিম মাদ্রাসার নিম্নোক্ত পদ পূরনের জন্য সরকারি/ ইসলামি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক উপযুক্ত মহিলা ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে। তবে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। প্রভাষক পদার্থ বিজ্ঞান ১ জন, সহকারী শিক্ষক শরীরচর্চা ১ জন ইবতেদায়ীক্বারী ১ জন মহিলা ৫০০/- (পাচশত টাকার) পোস্টাল অর্ডারসহ অধ্যক্ষ বরাবর আবেদন পৌছানের শেষ তারিখ ০৪-০৩-২০১৪ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশকাজ ১১-০২-২০১৪ থেকে ২৫-০২-২০১৪ খ্রি:।

৪। আবশ্যক

সরকারী বিধি মোতাবেক বি.কে.এ.এস.এম ইনষ্টিউশন, ডাক-বাইনবাড়িয়া, পাইকগাছা, খুলনা-এরর জন্য শূন্যপদে একজন সহকারী শিক্ষক (কৃষি) আবশ্যক। রূপালী ব্যাংক, গাড়ইখালী হাট শাখার অনুকূলে ৫০০/- পে-অর্ডারসহ দরখাস্ত জমার শেষ তাং-২৭/০২/২০১৪ ইং।

প্রধান শিক্ষক

৫। চতুর্থ বার নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চিত্রা মহিলা কলেজ তেরখাদা, খুলনা, বি.এ, বি.কম ও বি.এস.এস পাস কোর্সে পর্যায়ে (১) বাংলা (২) ইংরেজী (৩) অর্থনীতি (৪) ইতিহাস (৫) রাষ্ট্র বিজ্ঞান (৬) দর্শন (৭) সমাজ বিজ্ঞান (৮) ইসলাম শিক্ষা (৯) গার্হস্থ্য অর্থনীতি (১০) মনো বিজ্ঞান (১১) হিসাব বিজ্ঞান (১২) ব্যবসায় নীতি ও প্রয়োগ (১৩) অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল (১৪) উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ে দুই (২) জন করে প্রভাষক নিয়োগ করা হইবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি। মোবা: নং ও (৫০০/-) পাঁচশত টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার/নগদ টাকাসহ অধ্যক্ষ বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের (১৫) দিনের পনের দিনের মধ্যে আবেদন করতে হইবে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

বি:দ্র: ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের আর প্রয়োজন নাই।

এস.এম. আসাদুজ্জামান

অধ্যক্ষ

চিত্রা মহিলা কলেজ

তেরখাদা, খুলনা

মোবা: ০১৭১২-৬৬১৬০৯

টেলি: ০৪০২৯-৫৬০৪০

৬। টিউটর আবশ্যক

একটি Prodigy কিন্তু অমনোযোগী খুলনা জিলা স্কুলের প্রাত: শাখার ৭ম শ্রেণীর ছাত্রের জন্য টিউটর আবশ্যক। বাসা কয়লাঘাটা কালীবাড়ীর পিছনে। বেতন-যথেষ্ট।

প্রথম মাসের নিজ হাতে Action Plan ও CV সহ যোগাযোগ করুন ১৭-০২-১৪ পর্যন্ত। যোগাযোগ: রিসেপশন, সন্ধানী ক্লিনিক ও ডায়গনষ্টিক কমপ্লেক্স, (আজম খান কমার্স কলেজের সামনে সাক্ষাৎকার ২৪-০২-১৪ (সকাল ১০ টা থেকে)

৭। নিয়োগ বিজ্ঞপ্তি

১০০% রপ্তানীমুখী পাটপন্য উৎপাদন শিল্পে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা পদে সুশিক্ষিত, উচ্চাকাঙ্খী, কর্মঠ ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

* শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা: বি.কম (অনার্স), এম.কম (একাউন্টিং) আই.সি.এম পার্ট-১ এবং পার্ট-২ কমপ্লিট অথবা পোষ্টিং ম্যানেজমেন্ট ব্যালেন্সশীটসহ অন্যান্য ডকুমেন্টস তৈরির বাস্তব অভিজ্ঞতা। যৌথ মূলধনী কাজে এবং আয়কর রিটার্ন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা।

* কম্পিউটার চালানয় অভিজ্ঞতা: এম.এস ওয়ার্ড, এম.এস এক্সেল, ই-মেইল এবং ওয়েবসাইট ব্রাউজিং এ বাস্তব অভিজ্ঞতা।

* বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

* অভিজ্ঞতা: যে কোন জুট মিলে হিসাব বিভাগের প্রধান হিসাবের স্বাধীনভাবে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে এবং সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।

* বেতন ভাতা: আলোচনা সাপেক্ষে।

আবেদনকারীকে আবেদনের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয় পত্রের কপিসহ স্বহস্তে লিখিত আবেদন আগামী ২৫/০২/২০১৪ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌছাতে হবে।

উত্তরা জুট ট্রেডার্স

ডি.সি. মোড়, দৌলতপুর

খুলনা

ফোন-০৪১-৭৭৪৬০৬

মোবাইল: ০১৭১৫-৫৯৬৩৭৪

About Bagerhat Info Jobs