১০ ফেব্রুয়ারী ২০১৪ সোমবার, দৈনিক জন্মভূমি পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-
১। নিয়োগ বিজ্ঞপ্তি
বিধি মোতাবেক দক্ষিণ রাজাপুর দাখিল মাদ্রাসা আর শরণখোলা, শরণখোলা, বাগেরহাটের জন্য সহকারী শিক্ষক নিয়োগ করা হইবে। পুরুষ প্রার্থীর আবেদনের প্রয়োজন নাই। প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখার অনুকুলে ৫০০/- পাঁচশত টাকার ব্যাংক ড্রাফটসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপার বরাবর আবেদন করুন।
সুপার
০১৯১৬৬০৯৯৬৪
১০ ফেব্রুয়ারী ২০১৪ সোমবার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-
১। নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারী বিধি মোতাবেক বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (প্রস্তাবিত), ডাকঘর-সুন্দরবন, উপজেলা-মোংলা, জেলা-বাগেরহাট এর জন্য একজন প্রধান শিক্ষক ও একজন অফিস সহকারী (নিম্নমান কাম কম্পিউটার) নিয়োগ করা হইবে। প্রধান শিক্ষক পদে ৫০০/- টাকা ও অফিস সহকারী পদে ৩০০/- টাকা রূপালী ব্যাংক লি: মোংলা পোর্ট শাখায় ৩৮৩৮ হিসাব নম্বরে ব্যাংক ড্রাফটসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাব আবেদন পৌছাতে হবে।
২। নিয়োগ বিজ্ঞপ্তি
আরবিয়া জামে মসজিদ, খালিশপুর, খুলনা ১ (এক) জন খাদেম নিয়োগ দেওয়া হইবে। প্রয়োজনীয় তথ্যসহ আগামী ১৪ ফেব্রুয়ারী ২০১৪ইং রোজ শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকার সময় সাক্ষাৎ গ্রহণের জন্য উপস্থিত হইতে অনুরোধ করা যাইতেছে। প্রার্থীকে নিম্নলিখিত শতপূরণ করিতে হইবে।
১। ক্বারীয়ানা পাশ/বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। ২। বিবাহিত। ৩। মুরদার গোসলে পারদর্শ অগ্রাধিকার দেয়া হইবে। আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদপত্র ও (দুই) কপি ছবি সংযুক্ত করিতে হইবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে।
শেখ আব্দুল সালাম
মোবা: ০১১৯৮-০৪৫৪৪০
আরাবিয়া জামে মসজিদ
খালিশপুর, খুলনা।
৩। নিয়োগ বিজ্ঞপ্তি ২য় বার
সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি অনুসারে বঙ্গবন্ধু মহিলা কলেজ, চিতলমারী বাগেরহাট-এর জন্য ডিগ্রী পর্যায়ে উপাধ্যক্ষ বাংলা, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃত একজন করে ইংরেজী, অর্থনীতি, ইসলাম শিক্ষা, সংস্কৃত, হিসাব বিজ্ঞান বিষয়ে দুইজন করে ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গার্হস্থ্য অর্থনীতি, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে একজন করে প্রভাষক এবং লাইব্রেরীয়ান, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, এম.এল.এস.এস (ইলেকট্রিক কাজে পারদর্শী) ও ঝাড়ুদার পদে একজন করে লোক নিয়োগ করা হবে। প্রার্থীদের অধ্যক্ষ বরাবর, সোনালী ব্যাংক, চিতলমারী শাখার অনুকূলে উপাধক্ষ্যসহ প্রভাষক পদে পাঁচশত ও অন্যান্য পদে দুইশত টাকার ব্যাংক ড্রাফটসহ ২৮/২/২০১৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীর আবেদন নিস্প্রয়োজন।
অধ্যক্ষ
মোবাইল: ০১৭১২-০৯৫৮৬৮
৪। আবশ্যক (২য় বার)
সরকারি বিধিমোতাবেক কুশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-কুশলা, উপজেলা-তেরখাদা. জেলা-খুলনায় সৃষ্টপদে একজন সহকারী শিক্ষক কম্পিউটার আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৩০০/- টাকার পোস্টাল অর্ডার, ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌছাতে হবে। পুরুষ প্রার্থীদের আবেদন নিস্প্র্রয়োজন।
প্রধান শিক্ষক
৫। আবশ্যক
সরকারি বিধিমোতাবেক ছাগলাদহ ইউনিয়ন আদিলউদ্দিন স্মরণিক মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-মীরের কোদলা, উপজেলা-তেরখাদা, জেলা-খুলনায় শূন্যপদে একজন শরীরচর্চা শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সোনালী ব্যাংকে তেরখাদা শাখার উপর ক্রীত ৫০০/- টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট, ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌছাতে হবে।
প্রধান শিক্ষক
৬। আবশ্যক (৩য় বার)
সরকারি বিধিমোতাবেক ইন্দুহাটী এস.সি মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-পাতলা গোবিন্দপুর, উপজেলা-তেরখাদা, জেলা-খুলনার শুন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা আবশ্যক। ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার অগ্রণী ব্যাংক তেরখাদা শাখার উপর ক্রীত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের শেষ তারিখ-২৬/০২/২০১৪ ইং।
৭। নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও সনদপ্রাপ্ত একটি সেবামূলক সংস্থা যার রেজি নং-সি ৯৬৬৮২/১১ এর অধীনে পরিবার পরিকল্পনা পুষ্টি প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্লিনিক মা ও শিশু স্বাস্থ্য, গণশিক্ষা ও AIDS কার্যক্রম বাস্তবায়নে দারিদ্র্য বিমোচন ও বেকার নিরসন (VHC) এর আওতায় জামানত বিহীন শর্ত সাপেক্ষে পুরুষ ও মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কেন্দ্র পরিচালক | এইচ.এস.সি/বি.এ | নিজ থানা | বেতন ১৩০০০/- +টিএ |
অফিস সহকারী | এস.এস.সি/এইচ.এস.সি | নিজ ইউনিয়ন | বেতন ১৫০০০/- +টিএ |
ফিল্ড অফিস | অষ্টম শ্রেণী/দশম শ্রেণী | নিউ ওয়ার্ল্ড | বেতন ৮০০০/-+টিএ |
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নং সহ বিজ্ঞপ্তি প্রকাশের (১৪) দিনের মধ্যে ডাক/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিম্ন ঠিকানায় আবেদন করতে হবে।
বি:দ্র: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল ও পরীক্ষা স্ব স্ব উপজেলায় নির্ধারিত হবে। শুধুমাত্র বাছাইকৃতদের মোবাইল ফোনে যোগাযোগ করা হবে এবং মটর সাইকেল/বাই সাইকেল চালানোর মানষিকতা থাকতে হবে। ৬ মাস পর বেতন বৃদ্ধি করা হবে।
বরাবর, পরিচালক (প্রশাসন), ভিলেজ হেলথ কেয়ার
অফিস: ৯/২৫, ব্লক সি, কলেজ গেট, কৃষি মার্কেট রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭