ওগো মেয়ে চাঁপা রাঙা
ফুল নেবে কী? ফুল?
কেশে দিও হলুদ গাঁদা
কানে গুজো ঝুমকো জবার দুল।
ওগো মেয়ে ফুলেশ্বরী
ফুল নেবে কী? ফুল?
হাতে বেঁধ বকুল গাঁথা
কণ্ঠে গেঁখ সকল চূড়ার কূল
গোলাপ গুজো বেনীর পাটে,
আঁচল জড়ায় রাখিও লতার
হাসনাহেনা গূল,
কোরস ভরিয়া গন্ধ শোভা
বিলাতে রেখো, গন্ধরাজ মূকুল।
দোলন চাঁপার কেশর দিয়ে
বাঁধিয়ো হিয়ার মঞ্জরীমুকুল।
সাথে নিও রক্ত করবী
ভালবাসার ফুল।
চুল চেরা ঐ কদম্বতে
ঝড়িও হাসির রেখা
চোখের কোনে আঁকিও তোমার
জুঁই ফুলের শোভা।
ওগো মেয়ে পদ্ম কমল
ফুল নেবে কী? ফুল?
ফুলের সাথে বাঁধিও
তোমার চরণ দু’কূল।
ওগো মেয়ে শ্রাবণ ধারায়
বিলের জলে শাপলা বুকে
এলো হাওয়ায় ভাসিও
তোমার কালো চুল…
ফুল নেবে কী? ফুল?
ওগো মেয়ে চাঁপা রাঙা ফুল,
যদি তুমি ফুল না কুড়াও
ফুলের গন্ধ ভুলে যাও,
আমি ফুল ফুটে রবো
ঘটা করে মোড়ের পরে
কিসের আশায়?
তোমাকে গেঁথে দিতে মালা….
স্বত্ব ও দায় লেখকের…