বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামতিতলা সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার বাদশা এর বিরুদ্ধে ৫শ শ্রেণীর এক ছাত্রী (১২) এর শ্রীলতাহানীর অভিযোগে মামলা হয়েছে।
সোববার রাতে মেয়েটির মা আলেয়া বগেম বাদি হয়ে অভিযুক্ত ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধ মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আবুল বাসার বাদশা মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া এলাকার সুলতান মাস্টারের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৫ আগেষ্ট গণিত পরীক্ষার সময় প্রশ্ন পত্রের একটি প্রশ্ন বুঝতে না পারায় মেয়েটি ঐ শিক্ষের কাছে তা বুঝতে যান। এসময় অভিযুক্ত শিক্ষক মেয়েটিকে তার রুমের একটি চেয়ারে বসতে বলে এবং পরে তার শ্রীলতা হানির চেষ্টা করে ঐ শিক্ষক।
বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার না হওয়ায় মেয়েটির পরিবার থানায় মামলা দায়ের করেন।
এব্যপারে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মো. আসলামউদ্দিন বাগেরহাট ইনফোকে জানান, আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
০৩ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।