প্রচ্ছদ / খবর / সুন্দরবন থেকে অপহৃত ৯ জেলেকে উদ্ধার

সুন্দরবন থেকে অপহৃত ৯ জেলেকে উদ্ধার

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় থেকে ৫টি ট্রলার সহ অপহৃত ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও বনবিভাগ।
শুক্রবার সকাল থেকে ৫টা বিকাল পর্যন্ত পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা খড়ির খাল এলাকায় বনবিভাগ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানের তাদের উদ্ধার করেন। তবে এসময় কউেক আটক করেত পারেনি তারা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তর এর অপারেশন অফিসার লে. এমদাদ জানান, গত শুক্রবার (১৬ আগস্ট) রাতে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকা হতে মুক্তিপণের দাবীতে প্রায় অর্ধশত জেলেকে অপহরণ করে বনদস্যু রেজাউল ওরয়ে শীর্ষ বাহিনী। অপরহণের পর জেলেদের বনের খড়ির খাল ও দুধমুখী এলাকায় আটকে রাখে দস্যুরা এমন খবরে অপহৃতদের উদ্ধারে আজ (শুক্রবার) সকাল থেকে বনের গহীনে খড়ির খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও বনবিভাগের সদস্যরা।
এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বনের মধ্যে পালিয়ে যায় দস্যুরা। পরে ঘটনাস্থল থেকে দস্যুদের কাছে জিম্মি থাকা ৯ জেলে ও ৫টি ট্রলার উদ্ধার করা হয়।
এসয় দস্যু শীর্ষ বাহিনীর আস্তানা ধ্বংসসহ তাদের ব্যবহৃত মোবাইল এন্টেনা, ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানে কোষ্টগার্ড এর পক্ষে নেত্রীত্ব দেন কোস্টগার্ড মোংলা সদর দপ্তর এর অপারেশন লে. কমান্ডার মহিউদ্দিন।  উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে কটকা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হযেছে।
২৪ আগষ্ট ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট, বাগেরহাট ইনফো ডটকম

About ইনফো ডেস্ক