বাগেরহাটের মোরেলগঞ্জে এক সাংবাদিকের হাত-পা কেটে নেয়ার হুমকি দিয়েছেন তালিকা ভূক্ত সাবেক আলবদর নেতা ও বর্ত্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল হালিম জোমাদ্দারে ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষি ব্যাংক রোডস্থ ওই নেতার বাড়ির সম্মূখে এ ঘটনা ঘটেছে ।
জানা গেছে, ঘটনার সময় দৈনিক সচেতন প্রতিদিনের সাংবাদিক মশিউর রহমান মাসুম তার পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খানের বাসায় যাচ্ছিলেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বারইখালী ইউনিয়নের আঃ হালিম জোমাদ্দার তার উপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় প্রকাশ্যে সাংবাদিক মাসুমের হাত-পা কেটে নেয়ার হুমকি দেন ক্ষমতাসীন দলের নেতা ও সাবেক ওই আলবদর নেতা।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এদিকে ঘটনার পর মোড়েলগজঞ্জ একটি থানায় সাধারণ ডায়েরী দায়ে করেছেন ঐ সাংবাদিক (জিডি নং ১০০৭)।
উল্লেক্ষ, গত ১৭ আগষ্ট সচেতন প্রতিদিনসহ কয়েকটি স্থানীয় পত্রিকায় ও অনলাইন সংবাদ পত্রে “মোরেলগঞ্জে স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে এমপি গ্রুপের শোক র্যালী” এবং “শোক র্যালীতে আলবদর নেতা” শিরোনামে ছবিসহ সংবাদ প্রকাশিত হওয়ায়, আ.লীগ আশ্রিত বুনিয়াদী আলবদর, বারইখালী ইউনিয়ন তালিকায় পিস কমিটির ১০নং সদস্য মেহের আলী জোমাদ্দারের পুত্র ৫৪নং আলবদর সদস্য হালিম জোমাদ্দার সাংবাদিকের উপর চড়াও হন।
এ বিষয় অভিযুক্ত আব্দুল হালিম জোমাদ্দারের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি অতিরঞ্জিত ও সম্পর্ণ মিথ্যা অপপ্রচার।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম উদ্দনি বাগেরহাট ইনফোকে জানান, জিডি বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
২২আগোস্ট ২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।