• মোহাম্মদ আলী
আজ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন।
স্যারের লেখার সাথে, আদর্শের সাথে, স্যারের চেতনার সাথে আমার প্রতিনিয়ত দেখা হয়। স্যারের সাথে মুখোমুখি আমার একদিন দেখা হয়েছিল।
দিনটি ছিল ২০১০ সালের ১৮ ডিসেম্বর। গাজীপুরের মৌচাকে বন্ধুসভার জাতীয় উৎসব চলছিল।
স্যার অতিথি হয়ে এসেছিলেন। তখনই মনস্থির করলাম স্যারের সাথে আজ কথা বলবো। স্যার তখন মঞ্চের পাশে একা বসেছিলেন। আমি স্যারের সামনে গিয়ে সালাম দিলাম। বললাম ‘স্যার, আমি বাগেরহাট থেকে এসেছি।’ স্যার বললেন ‘আমি দাঁড়াব নাকি তুমি বসবে!’ আমি স্যারের পায়ের কাছে বসে পড়লাম।
স্যারের তো আর কথা চালিয়ে যেতে সমস্যা হয় না। মঞ্চ থেকে ডাক আসা পর্যন্ত স্যার আমার সাথে কথা বলেছিলেন। মঞ্চের সামনে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো স্যারের কথা শুনলাম। মানুষটা আসলেই চির তরুন।
আরও পড়ুন: অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
দুপুরে সবাই খেতে বসেছে। স্যারও বসেছেন। স্যারের টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় স্যার আমাকে ডেকে আব্দুর নূর তুষার, মোহিত কামাল, জাফর ইকবাল স্যারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন ‘এই যে আমার দেশের ছেলে।’
জন্মস্থানকে দেশ বলতে স্যার ভুলে যান নি।
আমরাও আপনাকে ভুলিনি স্যার। শুভ জন্মদিন স্যার। বাগেরহাট থেকে শুভ জন্মদিন।