সন্ত্রাসী হামলায় আহত হয়েছে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির (৩৫)।
আহত হুমায়ুন কবির কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
মঙ্গলবার বিকেলে ৪ টার দিকে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বক্তারকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই বিএনপি নেতাকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুল মান্নান বিকেলে এই প্রতিবেদককে বলেন, মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটার দিকে বাঁধাল বাজার থেকে মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত বক্তারকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে বিএনপি নেতা হুমায়ুনকে ব্যারিকেড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে। পরে ওই দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ এক লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
কচূয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাষ বাংলানিউজকে জানান, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে হুমায়ুন কবিরকে সন্ত্রাসীর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়।
হামলাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাগেরহাট ইনফো ডটকম।।