রামপালে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রতিবাদে সচ্চর সবাই। স্বচেতন প্রতিটি নাগরিক জানাচ্ছেন প্রতিবাদ। প্রতিবাদ জানাচ্ছেন যে যার অবস্থান থেকে। তবু থেমে নেই সুন্দরবনের জন্য হুমকি এ বিদ্যুৎকেন্দ্রের নির্মান কাজ।
তাই প্রতিবাদের স্বর এবার সুরে। রামপাল নিয়ে গান বার্তা শুনেছ নাকি।
বার্তা শুনেছ নাকি চিন্তা তো নেই
ঘরে ঘরে বিজলীর আলো জ্বলবেই
অর্ধেক শোনা যায় শুভ শুভ লাগে
বাকি অর্ধেকটুকু তবে কার ভাগে
ভাগাভাগি পরে সব থামা গোলমাল
বিজলীতে কয়লাতে জ্বলে রামপাল
সুন্দরবন আর পশুরের জলে
কয়লাতে মাখামাখি হবে হল বলে
এই বন মা আমার কাঠ-মধু-মাছে
ছোটকাল থেকে এ শরীরে লেগে আছে
সবাই আজ ভেবে দেখে খুব প্রয়োজন
কয়লা মাখিয়ে তোর মরণ আয়োজন
বাঘ নেই সাপ নেই নেই কলকল
ছাউনির গোলপাতা কোথা’ পাব বল
গড়ান গেওয়ার বুকে ধরে যদি ঘুণ
মোহনার তীরে তীরে ফুরাবে যে নুন
মায়ের আদরে যদি রাখে এই বন
সর্বনাশের তবে কেন আয়োজন
বলেশ্বরের জলে বিষ মিশায়োনা
এই জলে আমাদের অনেক দেনা
জলের জীবন যদি ঝরে যায় অকালে
জেনে রেখো তুমি আমি ডুবব সে জলে
এগিয়ে চলা যখন আত্মঘাতী
থাক সেই পথ চল পিছিয়ে থাকি
বিজলীটা চাই হক কথা বটে
কিন্তু বাঁচার দাবী তারও আগের
বাঁচার রসদ কেড়ে নিওনা
তোমার আমার এবং আমাদের
লাগবে জেনো বুকে অভিশাপ
এই বনানীর এই সবুজের
বাঁচবনা কেউ মরব সবাই
কসম মায়ের মাটি মানুষের
আর দেরি নয় আওয়াজ তোল
হাটবাজারে আর ক্ষেতে খামারে
আর দেরি নয় হাতটা ধর
বন্ধু এসো দাঁড়াই ঘুরে
গানটি শুনতে ক্লিক করুন (অডিও)–