ফকিরহাটের পিলজংগ এলাকায় সরকারি জমি হতে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেছে দুস্কৃতি কারিরা।
গতকাল ২৪ মার্চ শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার পিলজংগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরদার পাড়া এলাকায়।
জানা যায়, উপজেলার পিলজংগ সরদার পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি ও ব্যাবসায়ি স্থানিয় প্রভাবশালি মহলকে রাজিখুশি করে সরকারী জায়গা থেকে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করছে। এতে করে আইন শ্রীঙ্খলার যেমন অবনতি হচ্ছে তেমন সরকারি সম্পদ আত্মসাৎ প্রবনতা বাড়ছে।
উল্লেখ্য, এর পূর্বে একাধিক স্থানে ভিপি/অর্পিত সম্পত্তি বা গ্রাম্য সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করলেও প্রশাসন কোন ব্যাবস্থা গ্রহন না করায় এ চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও কোথাও কোথাও প্রশাসনিক নিয়ম নিতির তোয়াক্কা না করে সরকারি জমিতে পাকা ইমারত নির্মান করলেও প্রশাসন থাকছে নির্বাক। ফলে দুস্কৃতিকারীরা সরকারের লক্ষ লক্ষ টাকার সম্পদ দিনের পর দিন আত্মসাৎ করেই চলছে।
সরকারি সম্পদ আত্মসাৎকারি ও নিয়ম নিতিমালা ভঙ্গকারিদের বিরুদ্ধে আইনগত ব্যসস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
২৫-০৫-২০১৩ :: ফটিক ব্যানার্জী,
বাগেরহাট ইনফো ডটকম।।