প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / তোমার নষ্টনীড়ে মাতৃকোষ

তোমার নষ্টনীড়ে মাতৃকোষ

আজ তোমার জন্য র্সাটের বোতাম, ডেকে রাখে আমার ব্যার্থতার কথা।
কালো সুতার শক্ত বাধঁনে প্রতিনিয়ত জরাই র্সাটের বোতাম,
তবু তোমাকে দেখলেই ছুটে যেতে চাই, যেমন যায় বন্দুক থেকে গুলি।
তোমার জন্য সিগারেটের সাদা ফিল্টার, শত যুবকের ঠোঁট করছে কালো।
তোমায় ভেবে আজও কোন যুবক, যৌন উত্তেজনা মেটায় বেশ্বার ঘরে।
তোমার জন্য আজও আমি করোল্লা আর মিষ্টি কুমড়া,
একই কড়াই এ রান্না করে খাই।
সুযোগ পেলেই ৪৫ বছরের বয়স্ক, টাক পড়া কোন লোক তোমাকে পেতে চাই বিছানার পাশে।
তোমার এক ফালি হাঁসিতে যুবকের হৃদয় ডলে পড়ে,
যেমন হাতের সামান্য র্স্পশে ডলে পড়ে লজ্জাবতী গাছের পাতা।
তোমায় নিয়ে জুয়ার আড্ডায়, বাজিতে মেতে ওঠে একদল শরীর লোভী পুরুষ।
আজও শকুনের দৃষ্টি তোমার বুক, বেয়নেটের মত করছে চৌচির।
তুমি অপৈয়া, নষ্টনীড় আবার তুমি-ই মাতৃকোষ।
শুরু থেকে শেষ তুমি !
আজ হলে শুরু, তবে শেষ কোথায় ?
—মল্লিক স্বাধীন রহমান

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !