বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজু শেখ (২৩) নামে এক কলেজ ছাত্রের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে আরও দু’জন।
সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে বাগেরহাট সহকারী পুলিশ সুপার সাদিয়া আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত রাজু শেখ খারদ্বার এলাকার ওহাব শেখের ছেলে। আহত অন্যরা হলেন-একই এলাকার বাবুল খানের ছেলে মিঠু খান (২৪) ও সাবু খান (৪৫)।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে সকালে স্থানীয় জুয়েলের সঙ্গে রাজু, মিঠু ও সাবুর হাতাহাতি হয়।
পরে জুয়েল বাড়ির লোকজনের সঙ্গে মিলে ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র এনে ওই তিনজনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে রাজু শেখের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মিঠু ও সাবু গুরুতর আহত হন।
তাদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।
২০.০৫.২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।