সাধারণত আমরা ডান হাত দিয়েই মাউজ ব্যবহার করি। কিন্তু কোন কারণে, যেমন ডান হাত ভেঙ্গে বা কেটে গেলে, আমাদেরকে বাম হাত দিয়েও মাউজ ব্যবহার করতে হতে পারে। বাম হাতে মাউজ ঘুরানো খুব একটা কঠিন না হলেও সমস্যা দেখা দেয় বাটনদুটো ক্লিক করার ক্ষেত্রে।
আমরা সাধারণত তর্জনী দিয়ে লেফট ক্লিক এবং মধ্যমা দিয়ে রাইট ক্লিক করতেই অভ্যস্ত। বাম হাত দিয়ে মাউজ চালাতে গেলেও আমাদের সে অভ্যাসটাই রয়ে যায়। কিন্তু আমরা যখন বাম হাত দিয়ে মাউজ ধরি, তখন আমাদের তর্জনী থাকে রাইট বাটনের উপর এবং মধ্যমা থাকে লেফট বাটনের উপর। কাজেই পূর্বের অভ্যাস মতো ক্লিক করতে গেলেই বিপত্তির সৃষ্টি হয়।
এখন আমরা যদি কোনভাবে মাউজটাকে খুলে এর অভ্যন্তরের সার্কিটগুলোকে এমন ভাবে পরিবর্তন করে দেই, যেন এর লেফট বাটনটা রাইট এবং রাইট বাটনটা লেফট হিসেবে কাজ করে, তাহলেই এ সমস্যার সমাধান হয়ে যায়। সৌভাগ্যের বিষয়, উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের মাউজ প্রপার্টিজ থেকেই মাউজকে বাম হাতের উপযোগী করে কনফিগার করে নেয়া যায়। কাজেই কষ্ট করে মাউজ খুলে এর সার্কিট পরিবর্তনের মতো ভয়াবহ জটিল কাজটা আমাদের আর করতে হচ্ছে না।
মাউজকে বাম হাতের উপযোগী করার জন্য
Start > Control Panel > Printers and Other Hardware > Mouse – এ গিয়ে প্রাপ্ত Mouse Properties ডায়ালগ বক্সের Buttons ট্যাবের Button Configuration সেকশানের Switch primary and secondary buttons চেকবক্সটিতে টিকমার্ক দিয়ে ওকে বাটনে ক্লিক করে ফিরে আসতে হবে।
ব্যাস – এবার থেকে মাউজের বাম পাশের বাটন ক্লিক করলে সেটা রাইট ক্লিক এবং ডান পাশের বাটনে ক্লিক করলে সেটা লেফট ক্লিক হিসেবে কাজ করবে। ফলে বাম হাত দিয়ে মাউজ চালাতে আর কোন অসুবিধাই হবে না।
(ইজাজ)
অনেক ধন্যবাদ ইজাজ ।
এত সুন্দর আর মজার বিষয়টা শেয়ার করবার জন্য…
You are most Welcome…Injamam