নিজেকে দাড় করো আয়নার সামনে, প্রশ্ন করো আপন সত্তাকে ?
চোখ রাখ নিজের চোখে, তারপর বলো কে তুমি, কি তোমার পরিচয় ?
পারছো না ?
এইবার চোখ রাখো ঠোঁটে,
মনের আজন্ম ব্যার্থতা বলতে চেষ্টা করো ঐ গোলাপি ঠোঁটে ।
অনুভর করো মনের গভিরে ডুকরে ওঠা কান্না আর হৃদয়ের
কম্পন ।
তন্ন তন্ন করে খুঁজে বের করো, কি পেয়েছো আর কি পাওনি ।
কত টুকু-ই বা দিয়েছো !
এখনও পারছো না ?
হা হা হা যানতাম তুমি পারবে ও না ।
কিন্তু কেন পারোনি তুমি ?
তুমি কি অস্তিত্বহীন ছায়া মূর্তি, নাকি রক্ত মাংসে গড়া ছলনাময়ী দানব ?
যার ঠোঁটে লেগে থাকে বিষাক্ত লালা,
আর পায়ের নখ ধারালো ছুরি ।
আর চোখ এক মায়াবি চোরাবালি,
য়ার গহবরে দিন-রাত হারায় কোন না কোন অবুঝ হৃদয় ।
হ ! কাঁপছো কেন ‘পরাগী’ ?
ভয় পেয়োনা, একবার ভাল করে খোঁজো,
যদি ঐ আয়নায় তোমাকে খুঁজে পাও তবে বলো, একবার ! শুধু একবার !
যাতে তোমার আজন্ম এ কৃতদাস,
ঐ চোরাবালির গহবরে তলিয়ে যাওয়ার আগে শেষ বার তোমাকে-ই দেখে যায় ।
ছবি: সংগ্রহিত(ওয়েব থেকে)
স্বত্ব ও দায় লেখকের…