নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোংলা ইপিজেড এলাকা থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মোংলা উপজেলার ইপিজেড এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে হরিণটি সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে নেওয়া হয়।
বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া চিত্রা হরিণটির আনুমানিক বয়স ৫ বছর। ওজন প্রায় ২৫ কেজি। হরিণটির পেছনের বাঁ পায়ে ক্ষত ছিল। পেট এবং ঘাড়েও ক্ষতচিহ্ন আছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ছয় মাসের বেশি সময় ধরে হরিণটি মোংলার ইপিজেড এলাকা ঘোরাঘুরি করছিল। জোয়ারের সময় বনের ঢাংমারী এলাকা থেকে নদী পাড়ি দিয়ে হরিণটি বন্দর এলাকার পিকনিক কর্নারে চলে আসে। এরপর থেকে বন্দরের বিভিন্ন এলাকা এবং পরে ইপিজেড এলাকার ঝোপঝাড়ের মধ্যে বিচরণ করছিল হরিণটি।
বন ছেড়ে লোকালয়ে থাকায় মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর তাড়া খেয়ে অথবা কাঁটাতারের আঘাতে হরিণটি আহত হয়ে থাকতে পারে।
বন বিভাগ জানিয়েছে, হরিণটি ঠিকমতো হাঁটতে পারছে না। ট্রলারে করে হরিণটি করমজলে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে আবার বনে ছেড়ে দেওয়া হবে।
এসআই/আইএইচ/বিআই/১৫ মার্চ, ২০২২