বকেয়া মজুরি ও মানসম্মত খাবারের দাবি
ভিসার মেয়াদ শেষ হওয়ায় লকডাউনের মধ্যেই ভারতে ফিরতে চায় শ্রমিকেরা
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকরা দেশে ফেরাসহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন।
সোমবার (৪ মে) সকাল থেকে রামপাল উপজেলার সাপমারী-কৈগরদশকাঠি মৌজার নির্মাণাধীন ওই বিদ্যুৎ কেন্দ্রের কয়েকশ ভারতীয় শ্রমিক প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড়ে চলে আসেন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিলে তারা বিক্ষোভ দেখান।
এসময় পুলিশের সাঙ্গে শ্রমিকদের বাদানুবাদ হয়। পরে স্থানীয় প্রশাসন তাদের বুঝিয়ে প্রকল্প এলাকায় ফিরিয়ে নিয়ে যায়।
ভারতী শ্রমিকরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছি। করোনা পরিস্থিতিতে আমরা ঠিকমতো পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছি না। লকডাউনের দোহাই দিয়ে আমাদেরকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। ঠিকমতো খাবারও পাচ্ছি না। আমরা যেকোনো মূল্যে বাড়িতে (ভারতে) যেতে চাই।’
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে বাগেরহাট থেকে জেলা প্রশাসক মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সেখানে গিয়ে ভারতীয় শ্রমিকদের পাঁচজন প্রতিনিধি ও কেন্দ্রের সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসেন।
বৈঠকে শ্রমিকদের ৯ দিনের বকেয়া বেতন পরিশোধ, যে কয়দিন শ্রমিকরা সেখানে থাকবেন তাদের ভালো খাবার পরিবেশন ও স্বল্প সময়ে তাদের ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তে আন্দোলনরত শ্রমিকরা শান্ত হয়।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নিয়েছে। ফলে শ্রমিকরা তাদের ব্যারাকে ফিরে গেছে। এ ছাড়া যারা ভারতে চলে যেতে চায় দ্রুত সময়ের মধ্যে তাদের পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ১ হাজার ৮০২ জন বিদেশি কর্মী আছেন। এর মধ্যে চীনা নাগরিক ২১ জন আর ভারতীয় নাগরিক ১ হাজার ৩৪৪ জন।
রামপালের নির্মাণাধীন মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় শ্রমিকদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে। তাই বাড়িতে যাওয়ার দাবিতে কিছু শ্রমিক বাইরে বের হয়ে অবস্থান নিয়েছেন। আমরা সবার সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
এসআই/আইএইচ/বিআই/০৪ মে, ২০২০