নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট ইনফো ডটকম
সুন্দরবন গভীরে হরিণ শিকারের ফাঁদসহ দুই যুবককে আটক করেছে বনবিভাগ। সে সময় তাদের কাছে থাকা একটি ট্রলার জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শনিবার (২ মে) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের মো. মনির (২৬) ও একই উপজেলার পদ্মা গ্রামের মো. শফিক মুন্সির (২৮)।
আটক দুই যুবক হরিণ শিকারি বলছে, সুন্দরবন পূর্ব বন বিভাগ।
শুক্রবার (১ মে) বিকেলে বনের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের ট্রলার থেকে ১ হাজার ২৫০ ফুট ফাঁদ উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা দুই হরিণ শিকারিকে আটক করে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএস/আইএইচ/বিআই/০২ মে, ২০২০