শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় গেল এক মাসে ১ হাজার ২১৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত তাদের কাছ থেকে ১২ লাখ ৮ হাজার ২৪ টাকা জরিমানা আদায় করে। এ ছাড়া তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় একজনকে।
করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় ঘোরাফেরা ও সামাজিক দূরত্ব না মানায় ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাগেরহাট জেলা ও উপজেলা প্রশাসন ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ৫৯৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ড দেয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার বিস্তার রোধে সবাইকে সরকারি নির্দেশনা পালন করতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি সবাইকে ঘরে থাকতে হবে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলায় ২৯টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। আইন অমান্যকারীদের সাজা দেওয়া হচ্ছে।
গেল এক মাসে জেলার বিভিন্ন এলাকায় ৫৯৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত চলাকালে এক হাজার ২০৫টি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এসআই/আইএইচ/বিআই/২৬ এপ্রিল, ২০২০