ডেস্ক রিপোর্ট, বাগেরহাট ইনফো ডটকম
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। রোজা রাখবেন মুসলমানরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। নুরুল ইসলাম বলেন, চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা শুরু।
শুক্রবার দিনগত শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন মুসলমানরা। একইসঙ্গে শুক্রবার এশার নামাজের পর দেশের মসজিদে মসজিদে শুরু হবে তারাবীহর নামাজ।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছেন সেসব দেশের মুসলিমরা।
তবে বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের মহামারীর মধ্যে এক অভূতপূর্ব পরিস্থিতিতে এবারের রোজার সময়টা কাটবে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার মসজিদে ১২ জনের বেশি তারাবীর নামাজ আদায় করতে না করতে বলেছেন।
এসআই/আইএইচ/বিআই/২৪ এপ্রিল, ২০২০