নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম বিপুল শেখ (৪৫)। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে হামলার ওই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পর্যন্ত পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক বলেন, গতকাল সকালে পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েক শিশুর মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে শিশুদের অভিভাবকদের হস্তক্ষেপে ওই দ্বন্দ্বের সাময়িক মীমাংসা হয়।
কিন্তু রাত আটটার দিকে এক শিশুর বাবা বিপুল শেখের সঙ্গে অন্য অভিভাবকদের বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র বা লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত হন।
পরে বিপুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। আজ সকালে তাঁর মরদেহের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।
হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
এজি/আইএইচ/বিআই/৯ এপ্রিল, ২০২০